শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ঝটিকা সফরে হাজির ভিকি কৌশল। ‘ছাবা’র প্রচারের সুবাদেই। দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি-নায়ক। নির্ধারিত সময়ের প্রায় দু'ঘন্টা পরে। অনুষ্ঠানে হাজির হয়েই অবশ্য করজোড়ে দেরি হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করলেন ভিকি। সঙ্গে মিষ্টি করে বলে উঠলেন, “আমাকে ক্ষমা করবেন, দেরি হয়ে গেল অনেকটাই। আপনারা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করে রয়েছেন দেখে আমি অভিভূত।”
এরপর পর্দায় শুরু হল ছবির ঝলক। একমনে সবটা দেখলেন ভিকি। দেখে উঠে এতটুকুও হোঁচট না খেয়ে বাংলায় প্রশ্ন করলেন, “গায়ে কাঁটা দিল?” চমকের বাকি ছিল আরও। ‘ছাবা’র নায়ক জানালেন, তিনি বেশ কিছু বাংলা কথা শিখেছেন।এরপরই ভাঙা ভাঙা বাংলায় একবারও হোঁচট না খেয়ে ভিকি বলে গেলেন, “নমস্কার কলকাতা। কলকাতায় এসে খুব ভাল লাগছে। কেমন আছেন? আমার ছবি আসছে ‘ছাবা’। পরিবার ও বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি যান। কারণ এ বছর ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবস নয়, ছাবা দিবস!”
এরপর ‘ছাবা’ প্রসঙ্গে ভিকি জানান এই ছবির জন্য সাত মাস ধরে প্রস্তুতি সেরেছিলেন। বহুদিন এমনও হয়েছে পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে ৪-৫ ঘন্টাধরে তিনি ছত্রপতি শম্ভাজি মহারাজকে নিয়ে আলোচনা করে গিয়েছেন। পড়াশোনা করেছেন সময় পেলেই। বুঝতেন চেষ্টা করেছেন 'ছাবা'কে। মনে গাঁথতে চেয়েছেন সেই সময়কালটাকে। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন, সুডৌল করেছেন প্রতিটি মাংসপেশি। আরও বলেন, “মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি শম্ভাজি মহারাজকে ঈশ্বরের তুল্য মানা হয়। তাই প্রথমে এই ছবির প্রস্তাব পেয়ে খানিক ভয়-ই পেয়েছিলাম, তবে এটুকু বলতে পারি নিজের সবটুকু দিয়েছি এই ছড়িটিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। আর একটা কথা বলি, ছবির সেট তৈরি করা হয়েছিল অবিকল সেই সময়ের প্রাসাদের মতো। দেওয়ালের কারুকার্য থেকে খুঁটিনাটি, টুকিটাকি জিনিস কিচ্ছু বাদ যায়নি। যখন সেটে শম্ভাজি মহারাজ সেজে ওই সিংহাসনে বসতাম, আবেগে কেঁদে ফেলতাম। একটি অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই এই মওকায়। ১৬৮১ সালের ১৬ জানুয়ারি ছত্রপতি শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। ৩৫০ বছর পর ২০২৪-এর ১৬ জানুয়ারির দিনেই 'ছাবা'তে শিডিউল পড়েছিল শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেকের! ভাবতে পারেন? মনে হয়েছিল, উনি উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন।”
একেবারে শেষে আজকাল ডট ইন-এর তরফে ভিকির উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়, ছবিতে একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে প্রবল আপত্তি ওঠে শিবাজি মহারাজের বংশধরের পরিবারে। বিতর্কের চোটে ছবি থেকে বাদ পড়ে যায় ছত্রপতি শম্ভাজি মহারাজের সেই লেজিম নাচের দৃশ্য। প্রশ্ন শোনামাত্রই স্মিত হেসে, দৃপ্ত স্বরে ভিকি বলে ওঠেন, “দেখুন, ছবি থেকে এই নাচের দৃশ্য বাদ পড়েছে ঠিক-ই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনওভাবেই এই দৃশ্য ছত্রপতি শম্ভাজি মহারাজের নামের অথবা গাথার সম্মানহানি করত। একটু বুঝিয়ে বলি। লেজিম কিন্তু আসলে কোনও নাচ- নয়। তৎকালীন মারাঠি সৈনিকদের মধ্যে এটি একটি শরীরচর্চার অনুশীলন ছিল। আরও ভাল করে বললে, মজাদার অনুশীলন।”
“এদিকে, ছত্রপতি শম্ভাজি মহারাজ ছিলেন আক্ষরিক অর্থে ‘পিপলস চ্যাম্পিয়ন’। সাধারণ মানুষদের মধ্যেই থাকতে পছন্দ করতেন তিনি। এ কথাকে মাথায় রেখেই দৃশ্যটি ছিল, তাঁর প্রজারা যখন অনুরোধ করেছিল তাঁদের প্রিয় মহারাজকে তাঁদের সঙ্গে লেজিম নৃত্যে অংশ নেওয়ার জন্য, তখন তিনি সেই অনুরোধ ফেরাতে পারেননি। যাই হোক, মাথায় রেখেছিলাম যাঁরা দর্শক তাঁদের অনুভূতিতে যেন কোনও আঘাত না লাগে, সে দিকে খেয়াল রেখেছিলাম। তাই ওই দৃশ্য ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একটা কথা, একটি দৃশ্য বাদ গেলে ছবির তেমন কোনও ক্ষতি হবে না। ওই দৃশ্যের তুলনায় সম্ভাজি মহারাজের বীরগাথা, জীবনের গল্পটি দর্শকের কাছে তুলে ধরা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে।”
নানান খবর

নানান খবর

ফের মৃত্যুমুখে 'আনন্দী'! 'আদি' কি পারবে তাকে বাঁচাতে? নাকি নায়িকার মৃত্যুতে মোড় ঘুরবে গল্পের?

করণের জন্য বলিউড ছাড়তে চেয়েছিলেন শাহরুখ! প্রেম জীবনে সুখ পেতে কার দ্বারস্থ হলেন মালাইকা?

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

জিয়া খানের মৃত্যু বিতর্ক কাটিয়ে লাইম লাইটে সূরজ পাঞ্চোলি, চার বছর পর অভিনয়ে ফিরে কী বললেন অভিনেতা?
অত্যাচারের পাহাড় ঠেলে জিতল কি 'জয়া'? কতটা মিলল আত্মসম্মানের হিসেবনিকেশ?

‘কিং’-এ পা রাখছেন অমিতাভ? শাহরুখ না অভিষেক- কার সঙ্গে হাত মেলাবেন ‘শাহেনশাহ’?
'আলিয়ার সঙ্গে কাজ করতে চাই...' পর্দায় বোনের নায়ক, না খলনায়ক! কোন চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে?

পহেলগাঁও জঙ্গি হামলার ‘অ্যাকশন’! পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে ‘সর্দারজি ৩’ থেকে ছাঁটলেন দিলজিৎ?